নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিঘা :: ৩০শে মার্চ :: পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী জেলা সফর ঘিরে চূড়ান্ত তৎপরতা প্রশাসনের আধিকারিক থেকে তৃণমূল নেতৃত্বরা। বৃহস্পতিবার দুপুরে ধর্মীয় রীতিনীতি মেনেই খুঁটি পুজো করে রাজনৈতিক সভা মঞ্চ কাজ শুরু হল। এদিন সকালে খুঁটি পুজো করে রাজনৈতিক সভা মঞ্চ কাজ শুরু করেন রাজ্যের কারাদপ্তরের মন্ত্রী অখিল গিরি ।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উওম বারিক, কাঁথি পুরসভার উপ- পুরপ্রধান ও যুব তৃণমূলে সভাপতির সুপ্রকাশ গিরি ও রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাএ সহ অন্যান্যরা। এদিন ধর্মীয় আচার মেনেই পুরোহিত ডেকেই খুঁটিপূজো আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী আগমনকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক বিধানসভা এলাকায় প্রস্তুতি বৈঠক শুরু করে দিল তৃণমূল নেতৃত্বরা।
এদিন বিকালে সেচ বাংলাতে প্রস্তুতি বৈঠকে উপস্থিত হন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না সহ অন্যান্যরা৷
তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি প্রশাসনিক দপ্তরেও প্রস্তুতি শুরু করে দিয়েছে। দিঘার হেলিপ্যাড ময়দান পরিদর্শন থেকে শুরু করে ও বিস্তীর্ণ এলাকায় পরিদর্শন করছেন পূর্ব মেদিনীপুরে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। দিঘা ও উড়িষ্যা বর্ড়ার পুলিশে নজরদারি বেড়েছে। আগেও দিঘা পরিদর্শনে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে। দিঘা ও নন্দকুমার জাতীয় সড়কে জেলা পুলিশের নির্দেশে নাকা চেকিং শুরু করেছে পুলিশ আধিকারিকেরা৷