দিঘা শংকরপুর কর্তৃপক্ষের দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে দিঘাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার একাধিক পরিকল্পনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বুধবার ১২,মার্চ :: দীঘা শংকরপুর কর্তৃপক্ষের দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে দীঘাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার একাধিক পরিকল্পনার শুভ সূচনা হল ।

অনুষ্ঠানে উপস্থিত হন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, রামনগর-১ নম্বর ব্লকের বিডিও পুজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই শা  সহ অন্যান্যরা।

যত্রতত্র প্লাস্টিক ও নোংরা আবর্জনা ফেলালে প্রকৃতির উপর কি প্রভাব পড়ে তা তথ্যচিত্রের মধ্যদিয়ে তুলে ধরা হয়। দীঘাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে একাধিক পরিকল্পনা গ্রহন করা হয়। সেগুলি বাস্তব রুপায়নের কাজ শুরু হয়।সুমধুর গানের সুরে এবার পরিচ্ছন্নতার বার্তা।

গানে গানে অলিগলি পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার দীঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।‌ হুইসেল নয় বরং মনোগ্রাহী গানের সুরে আবর্জনা সংগ্রহ ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এবার সৈকত শহরের অলি- গলিতে পৌঁছে যাচ্ছে পর্ষদ ভ্যান। আয় খুকু আয় গানের সুরে বাঁধা হয়েছে নতুন সচেতনতামূলক গান। গানের প্রতিটি লাইনে লাইনে রয়েছে পরিচ্ছন্নতার বার্তা।

সকাল হলেই সৈকত শহরের হোটেলে হোটেলে পৌঁছে যাবে আবর্জনা সংগ্রহের ভ্যান। সেখানেই বাজানো হবে সচেতনতামূলক এই গান। যা থেকে হোটেল কর্তৃপক্ষ ও পর্যটক উভয়েই সচেতন হবে বলে মনে করছে ডিএসডিএ।

ইতিমধ্যে গানে গানে এই আবর্জনা সংগ্রহের বিষয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যেও। ইতিমধ্যে রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়ায় নবজাগরণ ঘটেছে গোটা সৈকত শহর দীঘায়। পর্যটকদেরও জোয়ার প্রায় প্রতিনিয়ত লেগেই থাকে। সৈকত শহরকে পরিচ্ছন্ন রাখা এক গুরুত্বপূর্ণ বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =