নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: “দিদির সুরক্ষা কবচ” প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকাতেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। হাওড়াতেও শুরু হয়েছে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি। শুক্রবার সন্ধ্যায় বালি বিধানসভাতেও বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়।
উপস্থিত ছিলেন প্রাণকৃষ্ণ মজুমদার, কৈলাশ মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, মানবিক পেনশন, জয় বাংলা ( জয় জোহার ও তপশিলি বন্ধু ), যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাংলার আবাস যোজনা, নিজ গৃহ নিজ ভূমি প্রমুখ প্রকল্প এই “দিদির সুরক্ষা কবচে” স্থান পেয়েছে। দিদির স্বপ্নের বাংলা গড়তে দিদির বার্তাবাহক হিসেবেই দলের নির্দেশে এই কর্মসূচি নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বিধায়ক