দিনমজুরি আর চাষবাস করে সঞ্চয় করেছিলেন ঘাম ঝরানো ৯০ হাজার টাকা। সেই টাকাই এবার গায়েব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: দিনমজুরি আর চাষবাস করে সঞ্চয় করেছিলেন ঘাম ঝরানো ৯০ হাজার টাকা। সেই টাকাই এবার গায়েব! দক্ষিণ দিনাজপুরের তপনের কসবা বাটইরের বাসিন্দা দেওয়ান টুডু-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় খোয়া গিয়েছে ৪৮ হাজার টাকা।

অসহায় দেওয়ান এখন দিশেহারা। কখনও ব্যাঙ্ক, কখনও সাইবার ক্রাইম থানার দরজায় ছুটে বেড়াচ্ছেন নিজের টাকা ফেরত পাওয়ার আশায়।

তপনের কসবা বাটইরের বাসিন্দা দেওয়ান টুডু কৃষিকাজ করে তার নিজস্ব ব্যাঙ্ক একাউন্টে প্রায় ৯০ হাজার টাকা জমিয়েছিলেন। যেখান থেকে নভেম্বর মাসে কয়েক দফায় ৪৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ব্যাঙ্কে গিয়ে একাউন্ট ডিটেইলস চেক করতেই চোখ কপালে উঠেছে ওই কৃষকের। তাঁর দাবি, “আমার কিছুই জানা নেই। কষ্টের টাকাই সব। সেটা কীভাবে চলে গেল, বুঝতে পারছি না।

টাকা ফেরত না পেলে কীভাবে চলব?” ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা তপন ব্লকে। যা নিয়ে একদিকে যেমন দুশ্চিন্তায় ঘুম হারিয়েছেন দেওয়ান টুডু, তেমনি অন্যদিকে এই ঘটনায় আতঙ্কিত হয়েছেন গ্রামের মানুষেরাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, “কৃষকের পেটের ভাত যারা চুরি করে, তাদের কড়া শাস্তি হওয়া উচিত। আমাদেরও সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =