নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৯,জুলাই :: দিনহাটায় আবারও ঘটল মর্মান্তিক বাইক দুর্ঘটনা। আজ রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দিনহাটা কলেজের সামনে একটি বাইক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কিছু একটার সঙ্গে, যদিও ঠিক কীসের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, দুর্ঘটনায় আহত যুবকের নাম প্রিয়জিত বর্মন। তার বাড়ি দিনহাটার পুটিমারি এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তার এক বন্ধু। তিনিই প্রিয়জিতকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।