সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১২,জুলাই :: দিনহাটায় এনআরসির নামে সাধারণ মানুষকে বেআইনিভাবে হেনস্তা এবং শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিজেপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলে সম্প্রীতির বার্তা নিয়ে পথে নামল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।শনিবার দুপুরে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে বিশাল একটি সম্প্রীতি মিছিল যায় এয়ার ভিউ মোড় পর্যন্ত। মিছিলের উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার,সহ জেলা নেতৃত্ব, কাউন্সিলর ও দলের অসংখ্য কর্মী-সমর্থক।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বিভেদের রাজনীতির বিরুদ্ধে সরব হওয়াই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। মিছিলে অংশগ্রহণকারীরা “ধর্মের নামে বিভাজন নয়”, “সম্প্রীতির বাংলায় বিভেদের রাজনীতি চলবে না”—এই ধরনের স্লোগানে মুখর ছিলেন।
দলীয় নেতৃত্বের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে এনআরসির নামে মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে এবং রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করছে। এরই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্প্রীতির মিছিল করছে তৃণমূল।
মিছিল শেষে দলীয় নেতারা জানান, পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য নষ্ট করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে তারা রাস্তায় থাকবে এবং মানুষের পাশে থেকে শান্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দেবে।