নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: মঙ্গলবার ২২,জুলাই :: দিনহাটা ২ নং ব্লকের চৌধুরী হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত একটি গালামালের গোডাউন সহ একটি বাড়ি।
এক প্রত্যক্ষদর্শী জানান তিনি সকাল ৭ঃ৫৫ নাগাদ বাজারে আসার পর দেখতে পারেন চৌধুরীহাট বাজারের চৌপথি সংলগ্ন একটি গালামালের গোডাউনে আগুন লেগেছে সঙ্গে সঙ্গে বিষয়টি সকলের নজরে নিয়ে আসা হয়।
এরপরেই শুরু হয় আগুন নেভানের কাজ। তবে চৌধুরী হাটের স্থানীয় বাসিন্দাদের দাবি আটটা নাগাদ দিনহাটা দমকল কেন্দ্রে ফোন করা হলেও তারা প্রায় সাড়ে নটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তবে
আগুন নেভানের পুরো কৃতিত্ব দেওয়া হয় স্থানীয় বিএসএফদের। চৌধুরী হাট বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বিশাল বাহিনী এসে আগুন নেভানের কাজে হাত দেয়। এরপরেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
গোডাউন এর পাশে থাকা একটি বাড়ি ও দুটি দোকান পুরোপুরি আগুনে ভষ্মীভূত হয়ে যায়, ওই বাড়ির মেয়ে সুকলি সাহার অভিযোগ গোডাউন মালিক রঞ্জিত সাহা কে প্রতিনিয়ত সাবধান করার পরেও তিনি গোডাউনের ভেতরে লাগানো বৈদ্যুতিক তার পরিবর্তন করেনি
এছাড়া তিনি অভিযোগ করে বলেন গোডাউনকে অপরিষ্কার ছিল এর ফলেই ঘটেছে এই অগ্নিকাণ্ড এর দায় সম্পূর্ণ গোডাউন মালিকের এছাড়াও তিনি বলেন তার বাড়িতে থাকা স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড় চোপড় সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়ে গেছে, তিনি গোডাউন মালিকের কাছে এর সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেন।
এছাড়াও পাশে থাকা দোকান দুটিও পুড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সেই দোকানের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে তাদের মিনতি তারা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পান সেদিকে লক্ষ্য দেওয়া।
অন্যদিকে গোডাউন মালিক রঞ্জিত সাহা, সুকলি সাহার অভিযোগ অস্বীকার করে বলেন গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে পেছনের বাড়ি থেকেই কারণ ভোর চারটা থেকে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, তাই শর্ট সার্কিটের কোন প্রশ্নই আসে না, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাহেবগঞ্জ থানা সহ নয়ারহাট ফাঁড়ির পুলিশ।