দিনহাটায় জোড়া খুনের রহস্য গভীরে – কোনো অভিযোগ দায়ের হয়নি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ১৫,জানুয়ারি :: দিনহাটা ভেটাগুড়ি উত্তর বালাডাঙ্গা এলাকায় মঙ্গলবার রাতে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে   পড়ে । স্থানীয় সূত্রে জানা যায় ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া রক্তাক্ত অবস্থায় দুজনের দেহ পড়ে থাকে এলাকায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

তবে কিভাবে এই দুজন খুন তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য । পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয় দুজন একে অপরকে খুন করেছে । তবে হাসানুর মিয়ার পরিবারের অভিযোগ দুজন দুজনকে খুন করতে পারে না । এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে পুলিশ সঠিক তদন্ত না করলে তারা সিবিআই তদন্ত দাবি জানান ।

এদিকে এই খুনের ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ বছর আগে একটি ডাকাতির মামলায় গ্রেফতার হয় ইউসুফ মিয়া( আইছার মিয়া ) ও হাসানুর মিয়া । এরপর থেকে ইউসুফ বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন এবং হাসানুর মিয়া জামিন পান। জেল থেকে বের হয়ে ইউসুফ মিয়ার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মহিলা রাজি না হওয়ায় ব্যর্থ হন।

শোনা যায়, সে সময় হাসানুর অস্বীকার করায় তাকে মারধরও করেন। তবে অভ্যাসগত অপরাধী হওয়ায় আবারও বিভিন্ন মামলায় গ্রেফতার হন হাসানুর। গত ৫ বছর তিনি বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। ইউসুফের স্ত্রীকে কেন্দ্র করে হাসানুর এমন কার্যকলাপের কারণে সংশোধনাগারে হাসানুর ও ইউসুফের মধ্যে শত্রুতা বেড়ে যায়।

তবে ৫ মাস আগে দুজনেই ছাড়া পান । প্রাথমিক তদন্তে জানা গেছে যে নেশাগ্রস্ত অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল যার ফলে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে । ময়নাতদন্তের পর আসল বিষয় সামনে উঠে আসবে তবে এখনো লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =