নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শনিবার ১৬,আগস্ট :: দিনহাটা থানার পুলিশের হাতে বড় সাফল্য। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে রাজা খোঁড়া এলাকার গৌতম মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। ওই অভিযানে উদ্ধার হয় প্রায় ২৬৫ কেজি গাঁজা, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।
তবে পুলিশের সূত্রে খবর, যে বাড়ি থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে নির্দিষ্ট NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি স্বস্তিও দেখা দিয়েছে।