দিনহাটা দুই নং ব্লকের আবুতারায় অনুষ্ঠিত হলো হাজারো কন্ঠে গীতা পাঠ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শনিবার ১৭,জানুয়ারি :: আজ শনিবার দিনহাটা মহকুমার প্রত্যন্ত গ্রাম আবুতারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো হাজার কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। আজ সকাল দশটা থেকে শুরু হয় এই কর্মসূচি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় এবার তাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো ।

এই অনুষ্ঠান কমিটির সদস্যরা জানান প্রথম বর্ষে প্রায় ৩০ হাজারের বেশি ভক্ত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল তবে এবছর সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে।

তারা জানান সকাল ১১ টার মধ্যেই মাঠে প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম হয়ে গিয়েছে এখনো সময় অনেকটাই বাকি তারা বলেন মাঠে কিভাবে তাদের জায়গা দেব সেটাই এখন চিন্তার বিষয়।

এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ইসকন মন্দির সহ বিদেশ থেকেও সাধু সন্তরা এই অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠানে রাশিয়া, ইউক্রেন, উরুগুয়ে সহ বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে মিলন সেন বলেন এবার তাদের দ্বিতীয় বর্ষ তারা আশা করেননি এত পরিমান ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করবেন।

তবে এবছরের উপস্থিতির হার দেখে তারা আশাবাদী আগামী দিনে এই সংখ্যাটা আরো অনেকটাই বাড়বে। সেই সঙ্গে তিনি বলেন এই মুহূর্তে মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়েছে এরপরে ভক্তরা এলে তাদের কোথায় বসতে দেওয়া হবে সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 2 =