নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার ২৫,ডিসেম্বর :: বাড়ির প্ল্যান পাশের জন্য ভুয়ো রশিদ ছাপিয়ে আবেদনকারীকে দিচ্ছেন পৌরসভার কর্মচারী। হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। দিনহাটা পৌরসভা কে কেন্দ্র করে গড়ে উঠেছে বিল্ডিং প্লান পাশের জালচক্র। ইতিমধ্যেই ওই কর্মচারীকে শোকজ করেছে পুরো কর্তৃপক্ষ। পাশাপাশি পুরসভার পক্ষ থেকে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি দিনহাটা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। বাড়ির মালিকের কাছ থেকে পৌরসভার অনুমতি পত্র সম্পর্কে খোঁজখবর নিতে যান ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল সাহা। সেই সময় বাড়ির মালিক কিছু নথিপত্র দেখায়। কিন্তু সেই নথিপত্রে অসংগতি লক্ষ্য করে কাউন্সিলর। পরে বিষয়টি পৌরসভায় জানান কাউন্সিলর। পৌরসভা যাচাই করে দেখেন যে রশিদ দেওয়া হয়েছে সেগুলো ভুয়ো।