নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: দিনহাটা বামনহাট স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত শিশু সহ ৬ জন। মঙ্গলবার সকালে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ৬জন যাত্রী আহত হয়।
ঘটনার বিবরণে জানা গেছে এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে।
যার ফলে ট্রেনের ইঞ্জিন এর পেছনে অর্থাৎ প্রথম বগি টি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ চারজন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।