নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শুক্রবার ৩,জানুয়ারী :: ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক। আহত ওই যুবকের নাম গোলাম রব্বানী। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটার গোবরাছড়া বানিয়াদহ ব্রিজ সংলগ্ন এলাকায় ।
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। ঘটনার বিবরনে জানা যায় এদিন দিনহাটা এক নং ব্লকের মহেশ্বর গ্রামের যুবক গোলাম রব্বানী গোবরাছড়া বাজার থেকে বাড়ি ফিরছিল,
সেই সময় বানিয়াদহ ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারে বাইক চালিয়ে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ছিটকে রাস্তায় পড়ে যায়। প্রচন্ড শব্দ শুনে আশেপাশের বাড়ির লোকজন ছুটে আসে এবং খবর দেওয়া হয় পুলিশকে।
নয়ারহাট ফাঁড়ির পুলিশ গিয়ে আহত ওই যুবককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠায়, পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে নয়ারহাট ফাঁড়িতে নিয়ে যায়।