নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার ২২,অক্টোবর :: নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বেশ কিছুদিন যাবত অভিযান চালাচ্ছিল দিনহাটা থানা। গত ১৫ ই অক্টোবর প্রথম বিপুল পরিমাণ শব্দবাজি যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা উদ্ধার করে দিনহাটা থানা পুলিশ।গতকাল দিনহাটা সাহেবগঞ্জ রোডের একটি পরিতক্ত বাড়ি থেকে প্রায় দু লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন কিছু বাজি ব্যবসায়ী সামনে গ্রীন ক্রেকারস বাজি রেখে পেছনে অবৈধ শব্দবাজির ব্যবসা করছেন।
সেই সাথে তিনি বলেন এইসব অসাধু ব্যবসায়ীদের সনাক্ত করার অভিযান চলছে তিনি আশাবাদী খুব শীঘ্রই সেই অসাধু ব্যবসায়ীদের দিনহাটা থানা গ্রেপ্তার করতে সক্ষম হবে আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।
এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক টাউন বাবু সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।