নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: রবিবার ৯,নভেম্বর :: দিনহাটা হাসপাতালে রক্ত দান শিবিরের আয়োজন করলেন দিনহাটা হেলপিং হ্যান্ডস। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল,হেলপিং হ্যান্ডসের কর্ণধর জিয়ারুল রহমান সহ ব্লাড ব্যাঙ্কের সহ কর্মীরা।
উক্ত রক্ত দান শিবির থেকে মন্তব্যে জানান এক ইউনিট রক্তই পারে একজন রক্ত শূন্য ব্যাক্তির জীবন বাঁচিয়ে তুলতে। তাই তিনি অন্যদের এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি হাসপাতাল সুপার সংগঠনের কাজে আপ্লুত হয়ে ধন্যবাদ জানান।

