নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: রবিবার ৩,মার্চ :: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ নং অঞ্চলের নরসিংপুর এলাকার বাসিন্দা কুরবান আলী ছোটবেলা থেকেই চক্ষু সমস্যায় ভুগছেন। তবে তার সমস্যাটি সাধারণ নয়—দিনের আলোয় তিনি দেখতে পান না, কিন্তু রাতের বেলায় স্বাভাবিকভাবে দেখতে পারেন!
ছোটবেলা থেকেই চোখের সমস্যার কারণে বিভিন্ন অসুবিধার মুখোমুখি হতে হলেও তিনি দমে যাননি। অনুমানের ওপর নির্ভর করে দিনের বেলায় চলাফেরা করেন, এমনকি সাইকেল চালিয়ে খগেনহাট, সরগাও, নরসিংপুর কালিবাড়ি, বঙকু বাজার থেকে শুরু করে বীরপাড়া পর্যন্ত অনায়াসে যাতায়াত করেন।
বর্তমানে কুরবান আলী একটি মাদ্রাসায় শিশুদের শিক্ষাদান করেন। পাশাপাশি, তার গজলের সুরে রয়েছে এক অনন্য মোহ। বিভিন্ন জলসায় তার ডাক পড়ে, আর তার সুমধুর কণ্ঠে গজল শুনে মুগ্ধ হন দর্শক-শ্রোতারা।
স্থানীয়দের মতে, আল্লাহ তাকে একদিকে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা দিলেও অন্যদিকে অসাধারণ প্রতিভা দিয়েছেন। তার অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং প্রতিভা সকলের জন্য এক অনুপ্রেরনা হয়ে উঠেছে ।