নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুড়িগ্রাম(বীরভূম) :: রবিবার ১১,মে :: বাড়ির চাল টিনের, পাতে ভাত জোটে কষ্টে, তবে চোখে ছিল স্বপ্ন। সেই স্বপ্নকেই বাস্তব করল বড় তুড়িগ্রাম হরিপদ হাইস্কুলের দুই ছাত্রছাত্রী — জিৎ ভাস্কর ও প্রিয়াঙ্কা মন্ডল।
জিৎ, একজন ছুতোর মিস্ত্রির ছেলে। আর প্রিয়াঙ্কা, এক টোটো চালকের মেয়ে। এই দুজনেই ২০২৫ সালের উচ্চমাধ্যমিকে অসামান্য ফলাফল করেছে। জিৎ পেয়েছে ৪৭৩ (৯৪.৬%) এবং প্রিয়াঙ্কা ৪৬৯ (৯৩.৮%)। শুধু স্কুল নয়, গোটা এলাকায় তাদের এই সাফল্য নজিরবিহীন।
স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই কৃতিত্বে গর্বিত। তাঁরা জানান, “আমরা জানি ওদের কী পরিমাণ অভাবের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। কিন্তু জেদ আর পরিশ্রম ওদের এগিয়ে দিয়েছে।”
সাফল্যের আনন্দে চোখে জল পরিবারগুলির। প্রিয়াঙ্কার মা বললেন, “আমরা ভাবতেও পারিনি মেয়ে এত নম্বর পাবে। কিন্তু এখন সবচেয়ে বড় চিন্তা, ওর পড়াশোনার খরচ কীভাবে চালাব?” জিতের বাবা বলেন, “ছেলেকে পড়াতে চাই, কিন্তু টাকাটা আসবে কোথা থেকে?”
এখানেই থেমে গেলে চলবে না। এই সাফল্যের পাশে থাকা দরকার প্রশাসন, সমাজ ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের।