নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: শনিবার ২৮,ডিসেম্বর :: দিন-দুপুরে এক মহিলার হাত থেকে প্রায় দুই লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালা গছ মাছ বাজার এলাকায়।
জানা গিয়েছে সুচিত্রা রায় নামে এক মহিলা সোনাপুর ইন্ডিয়ান ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে কালাগছ বাজারে এক কাপড়ের দোকান থেকে কিছু কিনতে গেলে
সেই সময় দুষ্কৃতীরা ওত পেতে থাকে সুযোগ বুঝে দোকানে ঢুকে ওই মহিলার হাত থেকে টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।