দিন দুপুরে চিত্তরঞ্জনে রেল পুলিশের কোয়াটারের দরজার তালা ভেঙে চুরি:-

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চিত্তরঞ্জন :: সোমবার ১৭,মার্চ :: দিন দুপুরে কোয়াটারের দরজার তালা ভেঙে চুরি করে চোরের দল দেখিয়ে দিল চিত্তরঞ্জন কতটা সুরক্ষিত। ঘটনাটি আজ দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঘটনা বলেই জানা গেছে। জানা যায় চিত্তরঞ্জন এর সিমজুড়ি এলাকার ৮৫ নম্বর রাস্তার এগারোর বি.আর বিচিত্রা সিংহের বাড়ির ঘটনা।

বিচিত্রা বাবু পেশায় আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স কাজ করেন। কয়েক দিনের জন্য তিনি নিজের গ্রামে যান বলেই জানা গেছে। তার ওই ফাঁকা কোয়ার্টারে একজনকে দেখভাল করার দায়িত্বও দিয়ে গেছেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় আজ দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ ওই ব্যক্তি বিচিত্রা বাবুর কোয়াটারে তালা লাগিয়ে বাইরে যান। যখন ফিরে আসেন তখন দেখেন কোয়ার্টারের তালা ভাঙা। চোরের দল ঢুকে চুরি করেছে সব।

যেহেতু বিচিত্রাবাবু একাই থাকতেন সেহেতু বিশেষ কিছু না থাকলেও আলমারিতে ১৫ হাজার টাকার মত ছিল বলেই উপস্থিত মানুষের মুখে শুনতে পাওয়া যায়।

কিন্তু ঘটনা হলো সিমজুড়ি ৮৫ নম্বর রাস্তার যেটাকে মেন রোড বলা হয় মানুষের আনাগোনা সর্বদাই সেই রকম রাস্তায় এই চুরি বা এই দুঃসাহসিকতা কিভাবে হলো,তাতে সরাসরি চিত্তরঞ্জনের সিমজুড়ি এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ল চিত্তরঞ্জন পুলিশ ও রেলওয়ে আরপিএফ।

এরই মধ্যে মানুষের বক্তব্য যে একের পর এক দোকান কোয়াটার ভেঙে ফেলা হচ্ছে। যেভাবে মানুষ শুন্য এলাকা করে তোলা হচ্ছে তাতে এইসব এলাকায় আরো ভয়াবহ কিছু হওয়ার আশঙ্কা দেখছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =