নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২০,আগস্ট :: আর জিকর কাণ্ডের পর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রমিলা লা বাহিনী নারী সুরক্ষা এবার কঠোরহাতে দমন করবে
সীমান্ত অন্যদিকে সুন্দরবন রাতের পাহারা এবার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা। পুলিশকে কাজে লাগাচ্ছে জেলা প্রশাসন। একদিকে রাতের অন্ধকারে রোমিও ঠান্ডা করা অন্যদিকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে জমায়েত সহজে মিশে গিয়ে সেখান থেকে নজরদারীর মধ্য দিয়ে দুষ্কৃতীকে তুলে আনা মূল লক্ষ্য বিশেষ প্রমিলা বাহিনীর ।
টাকি রোড অন্যদিকে ইটিন্ডা রোড ইছামতির ব্রিজ বসিরহাট শহরজুড়ে ছদ্মবেশ প্রমিলা বাহিনী মিশে যাবে জনতার মধ্যে কেউ কোন অপরাধ সংগঠিত করা পাশাপাশি ইভটিজিং থেকে শুরু করে ধর্ষণের মতো কাজ রুখে দেওয়া এই বাহিনী কাজ করবে জানালেন বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় ।
এই বাহিনী লাগাতার কাজ করে যাবে এবার বিভিন্ন অসামাজিক কাজ নারী সুরক্ষিত রাখার জন্য বিশেষ বাহিনী দিবারাত্র কাজ করবে। বিশেষ করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কোন কিছু না যাতে ঘটাতে পারে পাশাপাশি রাতের অন্ধকারকে নারী সুরক্ষা দিতে বিশেষভাবে এদেরকে কাজে লাগানো হচ্ছে।