নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৯,এপ্রিল :: সংবাদমাধ্যমের ও সোশ্যাল মিডিয়ার নেট পাড়াতে হই হই রবের সূত্রেই জানা যাচ্ছে বিরোধী দলের প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ তিনি আবদ্ধ হতে চলেছেন বিবাহবন্ধনে ।
তারপরেই রাজ্য রাজনীতি থেকে শুরু করে সমগ্র মানুষের মনেই নানা কৌতূহল নানাবিধ প্রশ্ন নানা আলোচনা ছড়িয়ে পড়েছে । বিরোধী দলের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের শুভ পরিণয় সম্পন্ন হতে চলেছে এতেই বর্তমান শাসক দলের সাংসদ কীর্তি আজাদ
একসময় তারা পরস্পর প্রতিদ্বন্দ্বী থাকলেও তার এই শুভ পরিণয় এর অনুষ্ঠানটির খবর জানতে পেরে সাধুবাদ জানিয়ে নিজের বন্ধুপ্রতিম দিলীপ ঘোষকে গানের মাধ্যমে এবং আগামী বৈবাহিক জীবন সুখের হোক এই কামনা করেই শুভেচ্ছা জানালেন সংসদ কীর্তি আজাদ ঝা