নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৭,ফেব্রুয়ারি :: দিল্লিতে কৃষক আন্দোলন চলাকালীন কেন্দ্রীয় সরকারের পুলিশ বাহিনী লাঠি চালানোর প্রতিবাদে বর্ধমান শহরের বিক্ষোভ সমাবেশে সামিল হলেন কৃষক ও কৃষি বাঁচাও কমিটি।তারা বর্ধমান রেল স্টেশন থেকে মিছিল করে কার্জনগেটের সামনে জমায়েত হন এদিনের প্রতিবাদ সমাবেশে।
কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু বলেন আমাদের দাবি অতি অবশ্যই কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে। স্বামিনাথান কমিটির সুপারিশ মেনে এম এস পি কে দেড়গুন দামে ফসলের মূল্য দিতে হবে। খেত মজুরদের ছহাজার টাকা পেনশন দিতে হবে।সারের কালোবাজারি বন্ধ করে এম আর পি রেটে সার দিতে হবে