নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ২৪,অক্টোবর :: দিল্লি পুলিশের বিশেষ সেল বৃহস্পতিবার ভোরে এক চাঞ্চল্যকর অভিযানে দুই সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপকরণ, একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ ও জঙ্গি সংগঠনের প্রচারপত্র। পুলিশের দাবি, রাজধানীতে বড়সড় হামলার পরিকল্পনা বানচাল করা গিয়েছে এই অভিযানের মাধ্যমে।
তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে দিল্লির বিভিন্ন এলাকায় গোপনে অবস্থান করছিল এবং উৎসবের মরসুমে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও ভিড় এলাকাকে টার্গেট করার পরিকল্পনা করেছিল।
বিদেশি যোগাযোগের সূত্রে তাদের আইএসআইএস-এর সঙ্গে সংযোগের প্রমাণও মিলেছে বলে দাবি পুলিশের। দিল্লি পুলিশ কমিশনার এক সংবাদ সম্মেলনে বলেন, “সময়সূচি অনুযায়ী হামলার পরিকল্পনা এগোচ্ছিল, কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।”
ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে, আরও কয়েকজন সহযোগী রাজধানী ও পার্শ্ববর্তী রাজ্যে সক্রিয় থাকতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখে জাতীয় তদন্ত সংস্থা (NIA) ইতিমধ্যে এই ঘটনায় পৃথক তদন্ত শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখছে।

