দিল্লির আশ্রমে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ পলাতক স্বামী চৈতন্যানন্দ, তল্লাশিতে নেমেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি  :: বুধবার ২৪,সেপ্টেম্বর ::   দিল্লির একটি আশ্রমে একাধিক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। আশ্রমের প্রধান স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক থাকায় তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আশ্রমে পড়াশোনা ও আধ্যাত্মিক শিক্ষার জন্য আসা ছাত্রীদের দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছিল। অবশেষে কয়েকজন সাহসী ছাত্রী বিষয়টি প্রকাশ্যে আনায় মামলা দায়ের হয়। এর পরই নড়েচড়ে বসে প্রশাসন।
                                                                           প্রতীকী চিত্র 
জানা গিয়েছে, স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে অভিযোগ তিনি আশ্রম দ্বারা পরিচালিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রীদের শ্লীলতাহানি করেছেন। ঘটনার তদন্তে নেমে ৩২ জন ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন ছাত্রী তাঁর বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ, অশ্লীল মেসেজ করা, শরীরে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ এনেছেন।
জানা গিয়েছে, স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে অভিযোগ তিনি আশ্রম দ্বারা পরিচালিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রীদের শ্লীলতাহানি করেছেন। ঘটনার তদন্তে নেমে ৩২ জন ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন ছাত্রী তাঁর বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ, অশ্লীল মেসেজ করা, শরীরে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ এনেছেন।
অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে অভিযোগ দায়েরের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন। পুলিশের একাধিক বিশেষ দল দিল্লি ও সংলগ্ন রাজ্যে খোঁজ চালাচ্ছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলির মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে কড়া শাস্তি প্রদানের দাবি তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =