দিল্লির পর নজরদারি বাড়ল দীঘা মন্দিরে।সেই সঙ্গে পর্যটন কেন্দ্র গুলিতে বাড়ানো হয়েছে নজরদারি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: শুক্রবার ১৪,নভেম্বর :: দিল্লি বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাড়লো দীঘা জগন্নাথ মন্দিরের। দীঘা লাগোয়া ওড়িশা বর্ডার এলাকায় নাকা চেকিংয়ের পাশাপাশি দিঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ। আজ দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এসপি শুভেন্দ কুমার।

মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি  মন্দিরে প্রবেশের মেন গেটে ও ৬নম্বর গেটে বসানো হয়েছে  এক্সরে ব্যাগেজ স্ক্যানার। তাছাড়া মেটাল ডিটেক্টর ও স্ক্যানার বসানো হয়েছে প্রত্যেকটি গেটে। শুধু মন্দির নয় সেই সঙ্গে দীঘা মান্দারমনি তাজপুর শংকরপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র গুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র। জেলা জুড়ে  নাকা চেকিং ও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। জগন্নাথ মন্দিরের। দিল্লি বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাড়লো দীঘা জগন্নাথ মন্দিরের।

দীঘা লাগোয়া ওড়িশা বর্ডার এলাকায় নাকা চেকিংয়ের পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ। আজ দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এসপি শুভেন্দ কুমার।

মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি  মন্দিরে প্রবেশের মেন গেটে ও ৬নম্বর গেটে বসানো হয়েছে  এক্সরে ব্যাগেজ স্ক্যানার। তাছাড়া মেটাল ডিটেক্টর ও স্ক্যানার বসানো হয়েছে প্রত্যেকটি গেটে।

শুধু মন্দির নয় সেই সঙ্গে দীঘা মান্দারমনি তাজপুর শংকরপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র গুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র। জেলা জুড়ে  নাকা চেকিং ও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। লাগোয়া ওড়িশা বর্ডার এলাকায় নাকা চেকিংয়ের পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ। আজ দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এসপি শুভেন্দ কুমার।

মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি  মন্দিরে প্রবেশের মেন গেটে ও ৬নম্বর গেটে বসানো হয়েছে  এক্সরে ব্যাগেজ স্ক্যানার। তাছাড়া মেটাল ডিটেক্টর ও স্ক্যানার বসানো হয়েছে প্রত্যেকটি গেটে।

শুধু মন্দির নয় সেই সঙ্গে দীঘা মান্দারমনি তাজপুর শংকরপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র গুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র। জেলা জুড়ে  নাকা চেকিং ও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 15 =