সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: দিল্লির মসনদে বিজেপির প্রত্যাবর্তন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বাজিমাত করলেন বিজেপি প্রার্থী পরবেশ বর্মা। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে ৪,০৮৯ ভোটে হারিয়ে দিয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধানকে। সুদীর্ঘ ২৭ বছর বাদে আবারো দিল্লির মসনদে বিজেপি।
এদিন বিকালে জয়ের উল্লাসে মাতলেন বিজেপির কার্যকর্তারা। এদিন একটি বিজেপির বিজয় মিছিল বের হয়।শিলিগুড়ি সফদর হাসমি চক থেকে শুরু করে গুরুনানক চক হয়ে ফের সফদর হাসমি চকে এসে বিজয় মিছিল শেষ করে বিজেপির কার্যকর্তারা।
এদিনের এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল সহ বিজেপির অন্যান্য কার্য কর্তারা।