দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে আগুনের আশঙ্কা, নিরাপদে ফিরল যাত্রীবাহী উড়ান

নিজস্ব সংব্দ্দাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: রবিবার ৩১,আগস্ট :: আজ ভোরে দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে মাঝ আকাশে আতঙ্ক তৈরি হয়। ফ্লাইট নম্বর AI-2913 দিল্লি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের এক ইঞ্জিনে “ফায়ার ইন্ডিকেশন” দেখা দেয়।

পরিস্থিতি বুঝে পাইলট সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে জরুরি প্রটোকল মেনে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফেরত নিয়ে আসেন। সকাল প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ বিমানটি নিরাপদে অবতরণ করে।বিমানে উপস্থিত সব যাত্রী ও ক্রু সদস্যরা অক্ষত রয়েছেন বলে এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে। যাত্রীদের বিকল্প উড়ানের মাধ্যমে ইন্দোর পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি তদন্তের জন্য মহাশূন্যে উড্ডয়ন নিয়ন্ত্রক সংস্থা DGCA-কে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট এয়ারবাস A320neo মডেলের বিমানটিকে আপাতত মেরামত ও পরীক্ষার জন্য গ্রাউন্ড করা হয়েছে।

যাত্রীদের অনেকেই জানান, হঠাৎ করে মাঝ আকাশে আগুন লাগার খবর শুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তবে পাইলট ও কেবিন ক্রু শান্তভাবে পরিস্থিতি সামলে নেন।

ঘটনার পর বিশেষজ্ঞদের মতে, আধুনিক বিমানে ইঞ্জিনে সামান্য ত্রুটি বা সেন্সর সমস্যা থেকেও ফায়ার অ্যালার্ট দেখা দিতে পারে। তবে বিমান নিরাপত্তার স্বার্থে এ ধরনের সতর্কতাকে সব সময়ই গুরুত্ব সহকারে দেখা হয়। এই ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও যাত্রীদের এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =