নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁচরাপাড়া :: শনিবার ১৫,নভেম্বর :: রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং এবং তল্লাশি অভিযান।
এর অংশ হিসেবে বীজপুর থানার উদ্যোগে কাঁচরাপাড়ার মিলননগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ নাকা চেকিং চালানো হয়। পুলিশ সূত্রে খবর, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই তল্লাশি অভিযান চালানো হয়।
বাসস্ট্যান্ডে আসা বিভিন্ন যানবাহন থামিয়ে যেমন চলে চেকিং, তেমনই সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়।
তল্লাশি চলাকালীন বীজপুর থানার পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ানোর অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে পাকড়াও করেছে। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে থানা সূত্রে জানা গেছে।

