নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ১৭,ফেব্রুয়ারি :: দিল্লি স্টেশনে পদপৃষ্টের ঘটনার পর নড়ে চড়ে বসল রেল প্রসাশন।পূর্ব রেলের আসানসোল স্টেশন পরিদর্শন করলেন ডিআরএম চেতনা নন্দ সিং। রবিবার আসানসোল ডিভিশনের রেলের আধিকারিকদের নিয়ে তিনি আসানসোল স্টেশন সরজমিনে পরিদর্শন করলেন।
পরিদর্শনের পর ডিআরএম চেতনা নন্দ সিং বলেন আসানসোল স্টেশনে যাত্রীদের ভিড় রুখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।যে সমস্ত যাত্রীরা প্রয়াগরাজ কুম্ভ মেলা যাবেন তাদের জন্য আসানসোল স্টেশনের বাইরে অস্থায়ী শেড করা হবে।
সেই অস্থায়ী শেডে যাত্রীদের রাখা হবে এবং বিকল্প প্রবেশ দ্বারের মাধ্যমে তাদের ট্রেনে চাপানো হবে। স্টেশনে অবাঞ্ছিত ভিড় রুখতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।