সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার ২৮,জুলাই :: দক্ষিণ ২৪ পরগনা সর্বপ্রথম খেলাধুলার সাথে সাথে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলো বারুইপুরে উত্তরভাগে দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুইদিনের বন্দুকের টার্গেট প্রশিক্ষণ যা সর্বপ্রথম দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশনে স্কুলের মাঠে।
৩৫ জন ছাত্রছাত্রী এই বন্দুক টার্গেটে অংশগ্রহণ করেন।শরীর চর্চার পাশাপাশি নির্দিষ্ট টার্গেট ঠিক রাখার জন্য ছাত্র-ছাত্রীদের আত্মনির্ভরশীল করে তোলার সর্বপ্রথম এই উদ্যোগ নিলো। কোচ তৃণা তিওয়ারী বলেন অনেকে এই ব্যাপারে জানেনা ছাত্রছাত্রীদের আগ্রহ করতে তাদেরকে সর্বপ্রথম এই বিষয়ে জানানো তাদেরকে উদ্যোগী করে তোলা।
দি ফিউচার ফাউন্ডেশন স্কুলে সদস্য সত্য প্রকাশ মিশ্র বলেন সর্বপ্রথম দক্ষিণ ২৪ পরগনা আমাদের স্কুল উদ্যোগ নিল বন্দুক টার্গেট প্রশিক্ষণে । বাচ্চারা খুশি এই উদ্যোগে শামিল হয়ে ।