নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বুধবার ১৩,আগস্ট :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, ‘দীঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত।’
দীঘা জগন্নাথ মন্দিরের আকাশে এই বিরল আলোকবৃত্তের ছবি মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়। অনেকেই একে ইশ্বরের আশীর্বাদ বলে মত প্রকাশ করেন। মোবাইল ফোনে ছবিও তুলতে থাকেন পর্যটকরা। সামনেই জন্মাষ্টমী হওয়ায় আকাশে এই আলোকবৃত্তের উপস্থিতি অন্যমাত্রা পায়।যদিও আবেগকে পাশে রেখে এই ঘটনাকে আদৌ অতিপ্রাকৃত কিছু বলে মানছেন না বিশেষজ্ঞরা। ভূগোলের পরিভাষায় একে সান হ্যালো (Sun Halo) বলা হয়। যা কম দেখা গেলেও মোটেই বিরল নয়। বিজ্ঞানীরা মনে করছেন, মেঘে জলের স্ফটিক থাকলে, বিশেষ করে সিরাস মেঘ হলে,
স্ফটিকগুলির ষড়ভূজাকৃতি গঠনের মধ্যে দিয়ে সূর্যের আলো ২২ ডিগ্রিতে বেঁকে যায়। এর ফলে সূর্যের চারপাশে ২২ ডিগ্রি কৌণিক দূরত্বে একটি উজ্জ্বল বলয় তৈরি হয়। এই ঘটনাকেই Sun Halo বা সৌরবলয় বলা হয়। দীঘাতেও ঠিক এটাই ঘটেছে।