নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: বুধবার ১৯,জুলাই :: মঙ্গলবার হুগলির তারকেশ্বর থেকে একটি রিজার্ভ বাসে পর্যটকের একটি দল দিঘায় যায়। ওঠে ওল্ড দিঘার একটি হোটেলে। তাঁদের মধ্যেই ছিলেন বছর ১৯-এর অরিন্দম দে ও তারকেশ্বর বিশ্বাস।
ওইদিনই সমুদ্র উত্তাল থাকা সত্ত্বেও ওল্ড দিঘার ব্লুভি ঘাটে স্নান করতে নামে তাঁরা। অমাবস্যার কোটাল থাকায় তলিয়ে যান দু’জনই। নজরে পড়তেই নুলিয়ারা একজনকে উদ্ধার করে, পুলিশের তৎপরতায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে। কিন্তু অরিন্দমের হদিশ মেলেনি। বুধবার সকালে ঘাটে ভেসে ওঠে অরিন্দমের দেহ।
পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুঃসংবাদ পেয়েই দিঘায় ছুটে গিয়েছেন অরিন্দমের পরিবারের লোকজন। কান্না ভেঙে পড়েছেন আত্মীয়-স্বজনরা। তারকেশ্বর অবস্থা এখন আপাতত সুস্থ। পর্যটকদের সমুদ্রে না নামার এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।