নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: রবিবার ৪,এপ্রিল :: গত বুধবার অক্ষয় তৃতীয়ার শুভদিনে দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয় ও জগন্নাথ ধামের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্দির উদ্বোধন করার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই মন্দিরের প্রসাদ রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে প্রসাদের সঙ্গে জগন্নাথ দেবের একটি করে ছবি দেওয়া হবে।সেই কথা মতই আজ বীরভূমের রামপুরহাটের ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা অনিন্দ্য কুমার সাহার উদ্যোগে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের হাত ধরে এই প্রসাদ বিতরণের কাজ শুরু করা হল ।
রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডাক্তার আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ীর সামনে থেকেই এই প্রসাদ বিতরণ শুরু করা হয় উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা সাহা, তৃণমূল নেতা অনিন্দ্য কুমার সাহা সহ এলাকাবাসীরা।