নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: রবিবার ২৪,আগস্ট :: কেরালায় অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো দীঘার ভগীব্রহ্ম পুর প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী সমাপ্তি জানা। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে মালয়েশিয়ায় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সমাপ্তি।এই জয়ের খবরে উল্লাসিত প্রতিবেশী থেকে স্কুলের সহপাঠী এবং শিক্ষকেরা।কেরালায় থেকে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরার পথে দীঘার জগন্নাথ মন্দিরের কাছে আবির মাখিয়ে মিষ্টিমুখ করে সমাপ্তিকে সংবর্ধনা জানায় বিদ্যালয়ের সহপাঠী থেকে প্রতিবেশী এবং শিক্ষকেরা।
এ যেনো সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। যোগাসন প্রতিযোগিতায় জেলা শহর রাজ্যের মুখ উজ্জ্বল করলো সমাপ্তি জানা ও রিয়া মাইতি।