নিজস্ব সংবাদদাতা :: পূর্ব মেদিনীপুর :: দীঘা :: সংবাদ প্রবাহ :: ফের হোটেল থেকে উদ্ধার হল এক পর্যটকের ঝুলন্ত দেহ৷ ঘটনাটি ঘটেছে সৈকত নগরী ওল্ড দিঘায়। মৃত ব্যক্তির নাম অলোক বিশ্বাস (৪৪)। নদিয়া জেলার শান্তিপুর এলাকার বাসিন্দা তিনি৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে নদিয়া থেকে ওই পর্যটক দিঘায় আসেন। এরপর ওল্ড দিঘায় একটি হোটেলে ওঠেন। সোমবার দুপুর থেকে ওই পর্যটকের কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ খোঁজাখুঁজি করার পর হোটেল কর্তৃপক্ষ দেখতে পায় বাথরুম ভিতর থেকে বন্ধ করা হয়েছে। ঘটনার বেগতিক দেখে দিঘা মোহনা থানায় খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে বাথরুমের দরজা ভাঙতেই দেখা যায় ওই পর্যটকের দেহ ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে৷ সঙ্গে অলোক বাবুকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পর্যটকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে একাধিক রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। ঠিক কি কারণে ওই পর্যটক আত্মঘাতী হল তা এখনও পরিষ্কার নয়। হোটেল রেজিস্টার থেকে ওই পর্যটকের পরিচয় উদ্ধার করেছে পুলিশ৷ পাশাপাশি মৃত পর্যটকের মোবাইলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরিবারের সদস্যরা এলেই মৃত্যুর কারণ অনেকটাই পরিষ্কার হবে বলে পুলিশের প্রাথমিক অনুমান।পুলিশি সূত্রে জানা যায়, অলোক বাবু একাই এসেছিলেন দীঘায়। তবে কি কারণে ওই পর্যটক আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখা হচ্ছে৷ সেই সঙ্গে পরিবারকেও খবর পাঠানো হয় বলে জানা যায়।