দীঘা থানার সাফল্য । উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা । গ্রেফতার এক ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: দিঘা থানার সাফল্য । উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা । গ্রেফতার এক । পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানার অন্তর্গত যুব আবাস মোড় থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো দীঘা থানার পুলিশ।

এই ঘটনায় গ্রেফতার করে একজনকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে যুব আবাস মোড়ে চেকিং করার সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিপুল পরিমাণ গাঁজার পরিমাণ জানা যায় ২৪ কিলো ।

জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া যুবকের বাড়ি বহরমপুর। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আসার সময় নাকে চেকিং এ ধরা পড়ে এবং ২৪ কিলো গাজা উদ্ধার হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =