নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বৃহস্পতিবার ২৪,অক্টোবর :: দীঘা কোস্টাল থানা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত মৎস্যজীবীরা এখনো ফিরে আসতে পারেননি তাদের উদ্দেশ্যে মাঝ সমুদ্রে পুলিশ বোটে করে গিয়ে মাইকিং চালানো হচ্ছে ।
তাদেরকে শীঘ্রই ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, যারা ফিরেছেন তাদের ট্রলার গুলো ভালো করে কাছি দিয়ে, শিকল দিয়ে বেঁধে রাখার কথা জানাচ্ছে কোস্টাল পুলিশ। মাঝ সমুদ্রে এখনো বেশ কিছু ট্রলার রয়েছে তাদের কাছে গিয়ে মাইকিং চালানো হচ্ছে।
হলদিয়া কোস্ট গার্ডের পক্ষ থেকেও একইভাবে মাইকিং চালানো হচ্ছে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে মৎস্য শিকারে। হভারক্রাফ্ট এয়ারক্রাফট করে নজরদারি চালানো চলছে।