দীনবন্ধু মঞ্চের সামগ্রিক উন্নতি পরিদর্শনে শিলিগুড়ির মেয়র

সজল দাশগুপ্ত  ;: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২,ফেব্রুয়ারি :: দীনবন্ধু মঞ্চের উন্নয়নের লক্ষ্যে এডভাইসরি কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে সরজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি এডভাইজারি কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে দীনবন্ধু মঞ্চ পরিদর্শন করেন।

দীনবন্ধু মঞ্চ শিলিগুড়ির বুকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার প্রধান কেন্দ্রস্থল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, নাটক, সিনেমা, চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে। সারা বছর ধরেই দীনবন্ধু মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে থাকে। ফিল্ম ফেস্টিভেল থেকে নাটক উৎসব এছাড়া আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ সমাগম হয় দীনবন্ধু মঞ্চে।

এখানে বেশ কিছু ছবি বিশাল জনপ্রিয়তা পেয়েছিল। উল্লেখযোগ্য নব্বই দশকের টাইটানিক, এছাড়া বিভিন্ন প্রদর্শিত আর্ট ফিল্ম গুলি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। দীনবন্ধু মঞ্চের সামগ্রিক উন্নয়নের লক্ষ নিয়ে এদিন এডভাইজারি কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে দীনবন্ধু মঞ্চ সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =