দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে অবশেষে বৈদ্যুতিক চুল্লি পেতে চলেছেন নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের শিব নিবাসে এলাকার বাসিন্দারা- সৌজন্য স্থানীয় বিজেপি সাংসদ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বৃহস্পতিবার ২,নভেম্বর :: ১৮ ই আগস্ট নদীয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে ঘোষণা করেন এখানে বৈদ্যুতিক চুল্লি হবে । যেমনি বলা তেমনি কাজ ।রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে অবশেষে বৈদ্যুতিক চুল্লি পেতে চলেছেন নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের শিব নিবাসে এলাকার বাসিন্দারা।

শিব নিবাস একটি ধর্মীয় তীর্থস্থান হওয়ার সুবাদে সারা বছর বহিরাগত দর্শনার্থীদের সমাগম ঘটে ওই এলাকায়। পাশাপাশি এলাকাটি ধর্মীয় স্থান হওয়ার সুবাদে শিবনিবাস এলাকায় একটি অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি নির্মাণের মধ্যে দিয়ে মহাশ্মশান গড়ে তোলার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা।

গত ১৮ই আগস্ট ভারত ভুক্তি অনুষ্ঠানে যোগদান করতে এসে এলাকাবাসীদের দাবি মত শিব নিবাসে একটি বৈদ্যুতিক চুল্লি গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।

এরই মধ্যে এলাকার উন্নতির স্বার্থে শুকদেব ঘোষ নামের স্থানীয় ১ সহৃদয় ব্যক্তি বৈদ্যুতিক চুল্লি নির্মাণের জন্য স্বইচ্ছায় জমি দান করার ইচ্ছা প্রকাশ করেন। এমনকি সরকারকে জমি রেজিস্ট্রি পর্যন্ত করে দেন । মূলত তারই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে এলাকাবাসীদের দীর্ঘ প্রত্যাশিত বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কার্য শুরু করার লক্ষ্যে শিব নিবাসে পৌঁছান রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।

সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আগামীকাল থেকেই চূর্ণি নদীর ধারে মনোরম পরিবেশে বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =