নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: অবশেষে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে প্রাক্তন সেনা কর্মী-বর্তমানে শিক্ষক অঞ্জন কুমার চন্দ্রের স্ত্রী মেঘমালা ভট্টাচার্য চন্দ্র কে গ্রেফতার করলো খাতড়া থানার পুলিশ।বুধবার খাতড়া শহরের বিদ্যাসাগরপল্লী এলাকা থেকে একই মামলায় অভিযুক্ত ঐ প্রাক্তন সেনাকর্মীর বাড়ি থেকে তার স্ত্রী মেঘমালা ভট্টাচার্য চন্দ্র’কে গ্রেফতার করল খাতড়া থানার পুলিশ।
বৃহস্পতিবার অভিযুক্তকে পুলিশের পক্ষ থেকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।সূত্রের খবর, বছর খানেক আগে খাতড়া শহরের একটি স্কুলের এক শিক্ষক এলাকার বেশ কিছু যুবকের কাছ থেকে চাকরী করে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেয়।
পরবর্তী সময়ে ওই ঐ যুবকরা চাকরি না পাওয়ায় টাকা ফেরতের দাবি করেন । চাপে পড়ে একজনকে খাদ্য দপ্তরে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন তিনি।
পরে খাতড়া শহরের এক যুবক শিক্ষক দম্পতির নামে খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সেনা কর্মী অঞ্জন কুমার চন্দ্রকে খাতড়া থানার পুলিশ আগেই গ্রেপ্তার করলেও তার স্ত্রী পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিলেন।
বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে খাতড়া শহরের বিদ্যাসাগরপল্লী এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়ে ৪ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।