নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৩,নভেম্বর :: দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার একটি হোটেলে মধুচক্র চালানো হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালায়। গলসি জাতীয় সড়কের ধারে অবস্থিত ওই হোটেলে হানা দেন গলসি থানার পুলিশ বাহিনী, যাদের নেতৃত্বে ছিলেন ডিএসপি অজয় শংকর চট্টোপাধ্যায়, সিআই শৈলেন্দ্র উপাধ্যায় এবং গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার অরুণ কুমার সোম।
পুলিশের অভিযানে কয়েকজন পুরুষ এবং মহিলা-কে আটক করা হয়েছে, যারা মধুচক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এছাড়াও বেশ কিছু আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলটি দীর্ঘদিন ধরেই সন্দেহভাজন কার্যকলাপে জড়িত ছিল এবং বহুদিন ধরেই মধুচক্র পরিচালনা করা হচ্ছিল সেখানে। পুলিশের তৎপরতায় অবশেষে ওই হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। অভিযান নিয়ে গলসি থানার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ যাতে পুনরায় ঘটতে না পারে, তার জন্য তৎপরতা অব্যাহত থাকবে।