নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: সোমবার ৫,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের নিমো ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা চাষা পাড়া এলাকায় শিব ঠাকুরের নামে কিছুটা দেবত্ব সম্পত্তি যা বিগত ৩০-৩৫ বছর ধরে এলাকারই প্রভাবশালী আব্দুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তি জবর দখল করে ওই জায়গাটিতে ব্যবসার কাজে ব্যবহার করে আসছিল।
শিব ঠাকুরের নামে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কোনরকম ভাবে জমিটির দখল ছাড়ছিল না ওই ব্যক্তি । যখনই গ্রামের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তখনই ওই ব্যক্তি পুলিশের ভয় দেখিয়েছে। এরপর গ্রামের মানুষ একাধিক জায়গায় লিখিত আকারে জানিয়েছেন । অবশেষে বিডিও এবং বিএলআরও অফিস থেকে জানিয়ে দেওয়া হয় এই জমি দেবদত্ত । ব্যক্তিগত ভাবে কেউ এই জমি দখল করে রাখতে পারে না।
তাই গ্রামের মানুষ একত্রিত হয়ে ওই জমিটি আব্দুল্লাহ মোল্লার কাছ থেকে একপ্রকার ছিনিয়ে নিয়ে পুনরায় ঠাকুরের নামে দখল নিলেন। দীর্ঘদিন পর ঠাকুরের নামে থাকা জমি ঠাকুরকে ফিরিয়ে দিয়ে গ্রামের মানুষ আনন্দিত।।