দীর্ঘ একমাস পর ভোট পরবর্তী হিংসার জেরে ঘর ছাড়া ও আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ফেরালো ডায়মন্ড হারবার পুলিশ জেলা পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার ৫,জুলাই :: ফল ঘোষণার পর বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মী সমর্থকদের মারধরের ঘটনার খবর উঠে এসেছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে।

কার্যত প্রাণভয়ে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বহু বিজেপি কর্মী সমর্থকেরা আশ্রয় নিয়েছিল ডায়মন্ড হারবার বিজেপির সংগঠনিক জেলার কার্যালয়ে। কার্যত চোখের মুখে আতঙ্কে ছাপ দেখা দিয়েছিল আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের একটাই প্রশ্ন ছিল যে তারা কি নিরাপদে আবার তাদের ঘরে ফিরতে পারবে নাকি ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে সেটি হয়ে উঠবে তাদের স্থায়ী ঠিকানা। অবশেষে ঘর ছাড়া বিজেপি কর্মীর সমর্থকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয় ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্বরা।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন দেন ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্বরা । এরপর পুলিশি নিরাপত্তায় অবশেষে বাড়ি ফিরল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা।

বাড়িতে ফিরে কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে উঠেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির একটিও আসবাবপত্র আসতো নেই। বসবাসের অযোগ্য হয়ে উঠেছে বাড়ি কার্যতো শ্মশানে নিস্তব্ধতা এলাকায়।

এ বিষয়ে এক আক্রান্ত বিজেপি মহিলা কর্মী সমর্থক তিনি জানান নির্বাচনের ফল ঘোষণার পর, বেশ কয়েকজন আমাদের বাড়ির উপর চড়াও হয়। আমাদেরকে বেধড়ক মারধর করে কার্যত প্রাণভয়ে আমরা পালিয়ে গিয়েছিলাম। পালিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম বিজেপির দলীয় কার্যালয়ে।

একমাস সেই দলীয় কার্যালয়ে ছিলাম অবশেষে আমরা পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে আনন্দ যেমন লাগছে তেমনি ভয়ও লাগবে। আমরা কি আগের মতন নিরাপদে জীবন যাপন করতে পারব নাকি আবারও আমাদের উপর নেমে আসবে সন্ত্রাস তা বুঝে উঠতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =