নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: দীর্ঘ এক বছর চার মাস পর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের তালা খুললেন বিধায়ক । কর্মীদের মনোমালিন্যের জন্য দীর্ঘ এক বছর চার মাস নতুন হাটের দলীয় কার্যালয়ে তালা লাগানো।
প্রশাসন এই কদিন পুলিশি নজরদারি চালিয়েছিল দলীয় কার্যালয়ে। কোন অশান্তি যাতে না ঘটে সেদিকে করা নজরদারি ছিল পুলিশের। অবশেষে মিষ্টিমুখ ও বিধায়ককে মাল্য দানের মাধ্যমে এই দলীয় কার্যালয় খোলা হয়।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার প্রমুখ ।
বিধায়ক সকলকে একসাথে চলার বার্তা দেন। জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছা জানায় কর্মীদের।