নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: তমলুক :: উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ১৬ নভেম্বর থেকে খুলে দেওয়া হবে রাজ্যের স্কুল কলেজগুলি, স্কুল খোলার আগে যাতে রাজ্যের স্কুল কলেজ গুলিকে পরিষ্কার করে স্যানিটাইজ করা হয় সেই সমস্ত বিষয়গুলি নজরে রাখার কথাও জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সেই মতো ১৬ নভেম্বর মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত মহাবিদ্যালও ব্যাতিক্রম নয়।
কলেজের গেটে ছাত্রছাত্রীদের হতে স্যানিটাইজার দিয়ে, দেহে তাপমাত্রা মেপে প্রবেশ করানো হয়। দীর্ঘ দিন বাদে কলেজ খোলায় কলেজে আসা ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল, কপালে চন্দনের ফোটা ও চকলেট দিয়ে বরণ করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। দীর্ঘদিন পর কলেজে এসে সবার সাথে দেখা হয়ে এই ধরনের বরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রবেশ করার ফলে খুশি সমস্ত কলেজের ছাত্র-ছাত্রীরা।