নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৮,সেপ্টেম্বর :: দীর্ঘ ন’ বছর পর রাজ্যে শুরু হলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে এসএসসি পরীক্ষা। পরীক্ষার দিনেই কেন্দ্রগুলির সামনে চোখে পড়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড় নীলপুরে বিবেকানন্দ মহাবিদ্যালয়ে হয়েছে পরীক্ষা কেন্দ্র রবিবার।
কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও মেটাল ডিরেক্টর। পরীক্ষার্থীদের পরিচয়পত্র যাচাইয়ের পরেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বাইরে অভিভাবক-অভিভাবিকাদের ভিড় থাকলেও পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে যাতে কোনওরকম অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে। শহরের রাস্তাগুলো ট্রাফিক কন্ট্রোল চলছে জোরদার।পরীক্ষা কেন্দ্রগুলির ভেতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনি চাপও স্পষ্টভাবে চোখে পড়েছে। পরীক্ষা দিতে এসে আক্ষেপের সুর কিছু পরীক্ষার্থীদের।
২০১৬ এর পরীক্ষার্থী ঝিলিক পাঠক আবার এই বছর দিচ্ছেন পরীক্ষা। পরীক্ষার্থী ঝিলিক পাঠক বলেন, এর আগেও আমি পরীক্ষা দিয়েছিলাম। বর্তমানে যা শিক্ষা বিধি নিয়ম বিধি রয়েছে এইগুলোকে ফ্রেশ করতে হবে।
মানুষ এত কষ্ট করে আসছে পরীক্ষা দিচ্ছে তারপর এবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। দাগী আসামি হয় জানি কিন্তু দাগি শিক্ষক-ও হয়ে যাচ্ছে এইগুলো ভালো নয়। যেটাই হবে যেন ফ্রেশ ভাবে হয়। ফ্রেশ ভাবে পরীক্ষা যদি হয় পাশাপাশি ফ্রেশ ভাবে নিয়োগ হলে সবারই ভালো লাগবে।