সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ১৩,মার্চ :: বেশ কিছু বছর ধরে নুরপুরের এই জেটিঘাট দিয়ে জীবন হাতে করে নিয়ে যাতায়াত করতে হতো বেশ কয়েকটি জেলার মানুষকে । অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে নুরপুরে হুগলি নদীর উপর আধুনিক মানের জেটি তৈরি হওয়ারে খুশি দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার নিত্যযাত্রীরা ।
মঙ্গলবার বিকালে এই নবনির্মিত জেটির ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা নুরপুর জেটি থেকে হাওড়ার গাদিয়াড়া ও পূর্ব মেদিনীপুরে গেঁওখালিতে যাতায়াত করেন যাত্রীরা। দীর্ঘদিন জেটি না থাকার কারণেই প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হতো নিত্য যাত্রীদের।
অবশেষে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আধুনিক ব্যবস্থাপনা বিশিষ্ট জেটি পেয়ে খুশ নিত্যযাত্রীরা।নতুন জেটিতে যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা করা হয়েছে । থাকছে শৌচালয় বিশ্রামাগার,স্মার্ট গেট ও পুরো জেটি এলাকার নিরাপত্তার জন্য সিসি টিভি ।