সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার, ২৮ মে :: আলিপুরদুয়ার থেকে শিয়ালদা গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন নকশালবাড়ি স্টেশনের উপর দিয়ে চলাচল করলেও এতদিন কোনো স্টপেজ ছিল না। তাই এলাকার মানুষের দাবি ছিল, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নকশালবাড়িতে স্টপেজ দেওয়া হোক।
সেই দাবি মেনে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের নকশালবাড়ি স্টেশনে স্টপেজ দেওয়া শুরু হলো। আজ সকালে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার উপস্থিতিতে রেলের তরফে ঘটা করে অনুষ্ঠান করা হয়। তারপরই যাত্রা শুরু করে।
রেল সূত্রে খবর, শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন নকশালবাড়িতে এসে পৌঁছানোর পর সেখানে দু মিনিট স্টপেজ দেয়। এরপর সবুজ পতাকা দেখিয়ে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।