দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: গত কয়েকদিন ধরে টানা গরমে নাভিশ্বাস ঝাড়গাম জেলবাসির। এই মরসুমের প্রথম কালবৈশাখীর দেখা মিলল ঝাড়গ্রাম জেলাতে। আজ সন্ধ্যে ছয়টার দিকে মেঘ কালো করে আসে। তারপরেই ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়।
ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় হালকা শিলাবৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। ঝড় ও শিলা বৃষ্টিতে এখনো সে রকম কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও ঝাড়গ্রাম জেলার কিছু কিছু জায়গা তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে আজকের এই কালবৈশাখীতে অনেকটাই নীচে নেমেছে তাপমাত্রার পারদ। স্বস্তিতে জেলার মানুষ