নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষা হল মাধ্য়মিক। এবছর ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম ভাষার পরীক্ষার মধ্যে দিয়ে ২০২৫ সালের মাধ্যমিক শুরু হল। প্রথম দিনে অধিকাংশ পড়ুয়ারই বাংলা পরীক্ষা ছিল।
প্রতিটি জায়গার পাশাপাশি সূত্র মারফত জানা যায় দীর্ঘ প্রায় ১৩ বছর পর আবারো দুবরাজপুর ব্লকের অন্তর্গত মেটেলা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সেন্টার শুরু হল। এই সেন্টারের মোট ১৭১ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছিল।
পঞ্চায়েতের সৌজন্য স্কুলের পরীক্ষা কেন্দ্রের বাইরে ক্যাম্প করা হয় এবং সেই ক্যাম্প থেকে গোয়ালিয়ারা পঞ্চায়েত থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে পানীয় জল এবং কলম তুলে দেওয়া হয়।
এই মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান গৌতম মন্ডল, বিশিষ্ট সমাজসেবক জীবন গোপ, সুসান মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। খুব সুন্দর এবং মনোরম পরিবেশ গড়ে উঠেছিল মেটেলা উচ্চ বিদ্যালয়ে